১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
৩০ ব্যক্তির সুদযুক্ত ঋণ হতে মুক্তি:
‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্পের’ উদ্যোগে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিতে বহুমাত্রিক কর্মসুচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন অঞ্চলের ৩০ ব্যক্তিকে সুদযুক্ত ঋণ পরিশোধে ৯ লক্ষ ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ পরিচালনা পর্ষদ সহ-সভাপতি আলহাজ¦ শাহরিয়ার মাহমুদ মনির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হালিশহর ২৫নং রামপুরা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ এস.এম. এরশাদ উল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, আবদুল হামিদ, আবদুল মান্নান, ইমাম আলী ও কাউসার আলম রেজভী প্রমুখ।

SZHM Zakat Fund