১৫ মার্চ ২০১৯ শুক্রবার:
দেশব্যাপী সুবিধাবঞ্চিত কর্মক্ষম ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে আত্মকর্মসংস্থানমুলক সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদানের অংশ হিসাবে ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদি থানাস্থ ‘মাদরাসা-ই শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) হিফয ও এতিম খানা’ প্রাঙ্গনে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে ১ জনকে পাওয়ার টিলার, ২ জনকে অটো ভ্যান গাড়ি, ১৪ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ১২ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ১ জনকে বিবাহ ও ১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মনোহরদি দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোহাম্মদ হামিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কফিল উদ্দিন, আনসার কমান্ডার আমিনুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মনোহরদি পৌর শাখার সভাপতি শেখ বুরুজ আলী, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আলমগীর কবির সহ দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ।