
২০ মে ২০১৯
নগরীর দামপাড়া এম.এম.আলী রোডস্থ মানবাধিকার কমিশন-এর অস্থায়ী কার্যালয়ে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’র উদ্যোগে কর্মোদ্যম ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-চিকিৎসা-বিবাহ, গৃহ নির্মাণ খাতে আপদকালীন সহায়তা প্রদান, দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে ছয় জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র ডেপুটি গভর্ণর জনাব আমিনুল হক বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম-সচিব মোঃ আলতাফ উদ্দিন, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন প্রমুখ।